সিসি ক্যামেরা স্হাপন, আউটডোরে বসার আসন, অন্ধাকারাচ্ছন্ন এলাকা আলোকিত সহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্হানীয় ভাবে বেশ কিছু উন্নয়ন মূলক কর্মকান্ডে সমস্যার মাঝেও পাল্টে গেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ লক্ষ মানুষের চিকিৎসার জন্য সরকারী ভাবে রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই কমপ্লেক্সে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ৩ শ' থেকে ৪ শ' মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। কিন্তু এতোদিন আউটডোরে বসার আসনের কোন ব্যবস্হা ছিল না। দাঁড়িয়ে থেকে মানুষকে স্বাস্থ্য সেবা নিতে হতো। বর্তমানে স্হানীয় উদ্দ্যোগে বেশ কিছু বসার আসনের ব্যবস্হা করা হয়েছে। স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্হাপন করা হয়েছে সিসি ক্যামেরা। যা দিয়ে সর্বক্ষনিক স্বাস্থ্য সেবা মনিটরিং করা হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা আলোকিত করা হয়েছে। বাড়ানো হয়েছে তদারকি। নিজে ক্যাম্পাসে অবস্থান করে এ সব তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হামদুল্লাহ। তিনি কমপ্লেক্স এলাকার একমাত্র পুকুরটি সংস্কার করে তাতে মাছ চাষ শুরু করেছেন। তবে পুকুরটি আরো সংস্কারের মাধ্যমে জনসাধারণের ব্যবহার উপযোগী করা হবে বলে জানা গেছে।
জানা যায়,পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল সংকট ও যন্ত্রপাতির অভাবে কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। উন্নত মানের স্বাস্থ্য সেবা প্রদানে জন্য জরুরী ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা প্রয়োজন।
গত ৫ মাস আগে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাদান করেছেন ডাঃ মোঃ হামদুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে। তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সমস্যার মাঝেও স্হানীয় উদ্দ্যোগে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কিছু উন্নয়ন মূলক কর্মকান্ড গ্রহন করা হয়েছে। যা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।
এম এ আলম বাবলু,
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
যায়যায়দিন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস